
প্রতীকী ছবি।
রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক রিকশাচালক ও তার যাত্রীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ অক্টোবর) মাতুয়াইল হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রিকশার যাত্রী দিদার এলাহী (৩৪)। দিদার গাইবান্ধার সদুল্লাপুরের কায়িকা এলাকার ওয়াদুদ প্রমাণিকের ছেলে ও ব্যাংক কর্মকর্তা ছিলেন। তিনি মাতুয়াইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তবে নিহত রিকশাচালকের নাম-পরিচয় জানা যায়নি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম জানান, সকালে একটি কাভার্ডভ্যান রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এসআই মুজাহিদুল ইসলাম আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।