Logo
×

Follow Us

নগর

‘উসকানিমূলক’ ছবি সংবলিত প্ল্যাকার্ডসহ গ্রেপ্তার ১০

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৮:৩৯

‘উসকানিমূলক’ ছবি সংবলিত প্ল্যাকার্ডসহ গ্রেপ্তার ১০

উসকানিমূলক ছবি সংবলিত প্ল্যাকার্ডসহ গ্রেপ্তারকৃতরা। ছবি: সংগৃহীত

পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে, যাদের বিপুল-সংখ্যক প্ল্যাকার্ডসহ দেখা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া কথিত অডিও-ক্লিপের নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানোর চেষ্টা করছিলেন তাঁরা।

ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে অডিও-ক্লিপে তাঁর দলের নেতা-কর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল-সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ডগুলো ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ প্রদান করেন। 

উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনা দেন তিনি। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় বিষয়টি। বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই অপতৎপরতার পরিকল্পনা করেছেন।

উপ–কমিশনার আরো জানান, তাঁদের এমন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কিছু দুষ্কৃতকারী পোস্টার বানিয়ে অপকর্ম করতে চেয়েছে–এমন গোয়েন্দা তথ্যে  শনিবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলের যেকোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে পুলিশের। এসব অপকর্মের উসকানি-দাতা, অর্থ জোগানদাতা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫