Logo
×

Follow Us

নগর

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস বন্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২০, ১১:৪২

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস বন্ধ

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ওয়াসার পানির লাইনের কাজের সময় গ্যাসের লাইন ফেটে আগুন ধরে যাওয়ায় বেশ কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুর পর্যন্ত মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর ও ধানমণ্ডির কিছু এলাকায় গ্যাস বন্ধ থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বিতরণ কোম্পানি তিতাস।

তিতাসেরে জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন জানান, গ্যাস লাইনে লাগা আগুন নেভানো যাচ্ছিল না। তাই গাবতলী ডিআরএস বন্ধ করতে হয়। ফলে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি আংশিক, শ্যামলী ও কল্যাণপুরে দুপুর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর আগে শুক্রবার (২৬ জুন) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার ইকবাল রোডে  গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫