Logo
×

Follow Us

নগর

রাজধানীতে বিপুল ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ২০:৫৯

রাজধানীতে বিপুল ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ সাঈদ ও  নজরুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০। 

সোমবার (৬ জুলাই) বিকালে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল ও নগদ ৮ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। 

জিয়াউর রহমান বলেন, যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ মাতুয়াইল এলাকা থেকে ৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলো চট্টগ্রাম লোহাগাড়া এলাকার আব্দুল ছফুরের ছেলে সাঈদ এবং ঝিনাইদহের নগর বাতান এলাকার জামাল উদ্দিন মণ্ডলের ছেলে নজরুল ইসলাম।

তিনি বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার থেকে একটি ট্রাকে করে ইয়াবা আসছে। এরপর দক্ষিণ মাতুয়াইল এলাকায় চেকপোস্ট বসানো হয়। একটি ট্রাকে ৫ হাজার ৬০০০ পিস ইয়াবা পাওয়া যায়। ট্রাকচালকসহ দুজনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫