Logo
×

Follow Us

নগর

রাজধানীর জলাবদ্ধতা

পাউবো-ওয়াসাকে তাপসের চ্যালেঞ্জ, খাল পরিদর্শন মন্ত্রীর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ২২:২২

পাউবো-ওয়াসাকে তাপসের চ্যালেঞ্জ, খাল পরিদর্শন মন্ত্রীর

ছবি: স্টার মেইল

রাজধানীর জলাবদ্ধতা নিরসন নিয়ে অনলাইন সভায় ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্থাপিত প্রতিবেদনে ভুল তথ্য দেয়ার অভিযোগ উঠায় বিভিন্ন খাল ও পাম্প হাউস পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও ঢাকার দুই সিটি মেয়র।

সরেজমিন পরিদর্শন শেষে মন্ত্রী হতাশা প্রকাশ করেছেন বলে দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানিয়েছেন।

আজ বুধবার (২২ জুলাই) রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন দফতর ও বিভাগের গৃহীত কার্যক্রম পর্যালোচনা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে অনলাইনে এক সভার আয়োজন করেন স্থানীয় সরকার মন্ত্রী।

সভায় ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড নগরীর জলাবদ্ধতা নিরসনে স্বাভাবিক উপায়ে পানি বের করতে না পারায় পাম্পিং করে পানি বের করছে বলে জানায়। কিন্তু তাদের বক্তব্য চ্যালেঞ্জ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, পাম্পিং হাউজগুলো সম্পূর্ণ কার্যকর নয়।

তিনি বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত। তাই আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু সিটি করপোরেশন এলাকায় বর্তমান এই জলাবদ্ধতার জন্য দায়ী সংস্থাগুলোর সংস্থা-প্রধান ও প্রতিনিধিরা যে সব তথ্য দিয়েছেন, সে তথ্যগুলো পুরোপুরি সঠিক নয়। প্রয়োজনে আপনি সহকারে আমরা এখনই পরিদর্শনে যেতে পারি। সভায় যে সকল তথ্য-উপাত্ত সেবা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো হতে উপস্থাপন করা হয়েছে, সেগুলোর সত্যতা আমরা সরেজমিনে যাচাই করতে পারি।

তিনি আরো বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, উপস্থাপিত তথ্যগুলো সঠিক নয়। সেটি আমরা সরেজমিনে স্পটে গিয়ে প্রমাণ করতে পারব।

এরই প্রেক্ষিতে সভা শেষে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সাথে নিয়ে তাৎক্ষণিক পাম্প হাউস পরিদর্শনে বের হন মন্ত্রী।

এ সময় তিনি ডিএসসিসি আওতাধীন ১৪ নম্বর ওয়ার্ডের কালুনগর পাম্প হাউস ও ২৪নং ওয়ার্ডের বালুরঘাট এলাকার খাল পরিদর্শন করেন। পরে সোনারগাঁও হোটেলের পাশে হাতিরঝিলের স্লুইচ গেট ও মিরপুর বেড়িবাঁধে গোড়ান চটবাড়ি পাম্প হাউস পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড জলাবদ্ধতা নিরসন কার্যক্রম সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা সরেজমিনে পরিদর্শন করে আশানুরূপ মিল পাওয়া যায়নি। যারা যে কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কিন্তু সঠিকভাবে করেনি, অবশ্যই তাদের সেটার জন্য জবাবদিহি করতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকার খাল ও জলাশয় দেখভালের দায়িত্ব দুই সিটি করপোরেশনকে দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও সিটি করপোরেশনের সক্ষমতা বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ সময় দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ডিএসসিসির অধীনে থাকা খাল ও জলাশয় সিটি করপোরেশনকে দিলে নগরীর জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে জানান।

এ সময় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদসহ মন্ত্রণালয়ের ও দুই সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫