Logo
×

Follow Us

নগর

ঢামেকে ডেঙ্গুতে নিরাপত্তারক্ষীর মৃত্যু

Icon

নগর

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৯

ঢামেকে ডেঙ্গুতে নিরাপত্তারক্ষীর মৃত্যু

প্রতীকী ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন হাসান ফকির (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ

হাসান পুরান ঢাকায় মদিনা কোল্ড স্টোরেজের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাট চিতলমারী উপজেলায়। 

হাসানের ছোট ভাই হুমায়ন ফকির জানান, হাসান পুরান ঢাকার বাবু বাজার ব্রিজের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। জ্বর হলে গত শুক্রবার তাঁকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। পরীক্ষা-নিরীক্ষায় হাসানের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫