Logo
×

Follow Us

নগর

অভ্যন্তরীণ রুটে বিধিনিষেধ প্রত্যাহার

রবিবার থেকে পুরোদমে উড়বে বিমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৮

রবিবার থেকে পুরোদমে উড়বে বিমান

মহামারি করোনাকালে উড়োজাহাজে ২৫ শতাংশ আসন খালি রাখার যে বিধিনিষেধ ছিলো তা আর থাকছে না। আগামীকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) থেকে অভ্যন্তরীণ রুটে শতভাগ আসনে যাত্রী বহন করতে পারবে এয়ারলাইন্সগুলো।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান আজ শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মফিদুর রহমান বলেন, ২৫ শতাংশ আসন খালি রাখার যে বাধ্যবাধকতা নির্দেশনা ছিলো, আগামী রবিবার থেকে অভ্যন্তরীণ রুটে তা থাকছে না। বেবিচকের সিদ্ধান্ত অনুযায়ী আগের মতো শতভাগ আসনে যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো।  

তিনি বলেন, যেহেতু জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে, তাই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। তবে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্লেনের শেষ দু’টি সারির সিটগুলো খালি রাখতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিলো বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে।

গত ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের দুই দেশ ওমান ও বাহরাইনের বিমান যোগাযোগ চালু হয়েছে। ইতোমধ্যে এই দুই দেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে তিন বিদেশি এয়ারলাইন্স।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫