Logo
×

Follow Us

নগর

মোহাম্মদপুর ক্যাম্পবাসীর এমপিকে স্মারকলিপি প্রদান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ১৭:০১

মোহাম্মদপুর ক্যাম্পবাসীর এমপিকে স্মারকলিপি প্রদান

জেনেভা ক্যাম্প। ফাইল ছবি

ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের উর্দুভাষী বাসিন্দারা ঢাকা-১৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ সাদেক খানের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেছেন।

অবাঙালী, উর্দুভাষী বাসিন্দাদের পক্ষে আজ শনিবার সকালে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে তারা তাদের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, খুব ছোট আয়তনের এ ক্যাম্পে পাঁচ হাজার পরিবারের প্রায় ২৫ হাজার সদস্য মানবেতর জীবনযাপন করে। এদের অধিকাংশই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এখানকার অনেক পরিবারে দু’বেলা খাবার থাকে না। গত পাঁচ মাস ধরে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কবলে আছে ক্যাম্পবাসী। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেকবার অবহিত করার পরেও তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সেই প্রেক্ষিতে ক্যাম্পবাসীর পক্ষ থেকে লোডশেডিংয়ের সমস্যা সমাধানের জন্য গত ৫ অক্টোবর ক্যাম্প সংলগ্ন শাহজাহান রোডে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলে বহিরাগত কিছু লোকের আতর্কিত হামলা করে। যার সঙ্গে অবাঙালী, উর্দুবাসীদের কোনো সম্পর্ক নেই বলে তারা দাবি করেন।

স্মারকলিপিতে তারা আরো বলেন, ওই ঘটনার পরের দিন উর্দুভাষী কয়েকজন নেতাসহ ক্যাম্পের ৫১ জনের নাম করে এবং আরো অজ্ঞাতনামা লোকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। এ কারণে ক্যাম্পের বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিনানিপাত করছেন। পাশাপাশি ব্যবসায়ী, সাধারণ মানুষজন দোকানপাট খুলতে পারছেন না। তাই তাদের উপর নির্ভরশীল জনগণ চরম দূরবস্থার মধ্যে দিনাতিপাত করছেন। ক্যাম্পে অবস্থানরত শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেন না। সামনে তাদের বার্ষিক পরীক্ষা। 

সংসদ সদস্য সাদেক খান তাদের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন- জেনেভা ক্যাম্পবাসীর পক্ষে এন এল জে হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আখতার উজ্জামান, নূর হোসেনসহ প্রমুখ।



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫