Logo
×

Follow Us

নগর

এপেক্স টায়ার কারখানায় আগুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১২:১৫

এপেক্স টায়ার কারখানায় আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয় সরণি এলাকায় এপেক্স পলিমার গ্রুপের টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে কারখানার আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গভীর রাতে লাগা আগুন মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, এখন আগুন নির্বাপণের পাশাপাশি ডাম্পিংয়ের কাজ চলছে।

তাৎক্ষণিকভাবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কারখানার বয়লার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।

আজ বুধবার (২১ অক্টোবর) সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫