Logo
×

Follow Us

নগর

কবি টোকন ঠাকুর গ্রেফতার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ২১:২১

কবি টোকন ঠাকুর গ্রেফতার

কবি ও চলচ্চিত্র পরিচালক টোকন ঠাকুরকে (৫০) গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ। সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানার ওসি শ ম কাইয়ুম গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন আলী জানান, ঢাকা মহানগর আদালতের (সিএমএম) ৩ অক্টোবর জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে মামলা করেছিল তথ্য মন্ত্রণালয়।

সরকারি অনুদানের অর্থে কথাসাহিত্যিক শহীদুল জহিরের 'কাঁটা' গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছিলেন টোকন ঠাকুর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫