Logo
×

Follow Us

নগর

সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো এক শিশুর মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ১০:০৪

সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো এক শিশুর মৃত্যু

ঢাকার মিরপুরের রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার ঘটনায় নিহাদ (৮) নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে গতকাল বুধবার দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে এ ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন।

মনিপুর স্কুলের রূপনগর শাখার বিপরীত দিকে ১১ নম্বর সড়কে শিয়ালবাড়ি বস্তির পাশে গতকাল বিকেলে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় শিশুর মৃত্যু হয়, আহত হয়েছে আরো অন্তত ১৭ জন।

বিস্ফোরণে আহতদের বেশিরভাগই পথচারী।  প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনরা বলছেন, তারা বিকট একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপরেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ।

 পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানিয়েছেন, অবৈধভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রি করতে গিয়েছিলেন সাঈদ। আর তা থেকে এতগুলো মানুষ হতাহত হয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫