Logo
×

Follow Us

নগর

রাসায়নিক অপসারণের পর মুসা ম্যানশন সিলগালা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ২০:৪৮

রাসায়নিক অপসারণের পর মুসা ম্যানশন সিলগালা

পুরান ঢাকার আরমানিটোলায় হাজি মুসা ম্যানশন থেকে অপসারিত রাসায়নিকের একাংশ। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার আরমানিটোলায় হাজি মুসা ম্যানশন থেকে সাত পিকআপ রাসায়নিক অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ম্যানশনের নিচতলা এবং দ্বিতীয় তলা থেকে এসব রাসায়নিক অপসারণের পর ছয়তলা ভবনটি সিলগালা করেছে ডিএসসিসি।

রাসায়নিক অপসারণ কার্যক্রম তদারকিতে নেতৃত্ব দেয়া ডিএসসিসির অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দার আলী সাংবাদিকদের বলেন, ছয়তলা বাড়ি নিচ তলায় ১২টি রাসায়নিক দোকান এবং গুদাম ছিল। এসব দোকান পরিচালনায় সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস ও বিস্ফোরক পরিদফতরের ছাড়পত্র ছিল না। এখন গুদাম এবং দোকানগুলোতে কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে, তা জানা যায়নি। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তবে ঝুঁকি এড়াতে ওই ভবনের দোকান এবং গুদাম থেকে রাসায়নিকগুলো অপসারণ করা হয়েছে। এসব রাসায়নিক মাতুয়াইলে ডিএসসিসির ল্যান্ডফিলে পুঁতে ফেলা হবে।

তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ থেকে ২২ জন। এর মধ্যে ফায়ার সার্ভিসের চারজন কর্মী আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, ভাড়াটিয়ারা নিজ নিজ ফ্ল্যাটে তালা দিয়ে গেছেন। এখন ভবনটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। তবে বাড়ির ভেতর এখনো ধোঁয়া এবং গরম আছে। ফায়ার সার্ভিস বিষয়টি পর্যবেক্ষণ করছে।

বাড়ির মালিককে আটক করার বিষয়ে ডিএসসিসির অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা বাড়ির মালিকের কোনো সন্ধান পাইনি। এ বিষয়ে ভাড়াটিয়ারা তেমন কিছু বলতে পারছে না। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পুরান ঢাকায় রাসায়নিক ব্যবসা করার জন্য কাউকেই ট্রেড লাইসেন্স দেয়া হয়নি। আগে যাদের দেয়া হয়েছিল, কয়েক বছর আগে থেকেই তাদের লাইসেন্স নবায়ন বন্ধ রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫