Logo
×

Follow Us

নগর

চট্রগ্রামে বাস চাপায় যুবতীর মৃত্যু

Icon

প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৪

চট্রগ্রামে বাস চাপায় যুবতীর মৃত্যু

চট্রগ্রামের বাকলিয়ায় নতুন ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা এক যুবতীকে চাপা দেয় বাস। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মর্মান্টিক এ দুর্ঘটনা ঘটে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। ১৮ বছর বয়সী ওই যুবতীর পরিচয় জানা যায়নি।

তিনি সাম্প্রতিক দেশকালকে বলেন, শহর অভিমুখী আনোয়ারা রুটের একটি দ্রুতগামী মিনিবাস দাঁড়িয়ে থাকা ওই যুবতীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। চাপা দেওয়া ওই বাস ও চালককে আটক করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫