Logo
×

Follow Us

নগর

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:০৫

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে জঙ্গি সংগঠন সম্পর্কিত বই, লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল কনটেন্ট ও মোবাইল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে পল্লবীর কেডিসি ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৪ এর একটি দল।

আটকরা হলো- মঞ্জুরুল ইসলাম সোহাগ (২৬) ও আব্বাস উদ্দিন (২২)। 

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি (অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অবৈধ আখ্যায়িত করে সরকার উৎখাতের লক্ষ্যে জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিল।

সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল আরো জানান, জঙ্গি তৎপরতা, প্রশিক্ষণ ও করণীয় সম্পর্কে তারা নিজেদের মধ্যে অনলাইনে যোগাযোগ করে। সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গোপন বৈঠক করতে পল্লবী এলাকায় মিলিত হওয়ার চেষ্টা করছিল। ওই সময় তাদের দলের আরো বেশ কয়েকজন সদস্য পালিয়ে যায়। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫