Logo
×

Follow Us

নগর

মিরপুরে মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১২:১২

মিরপুরে মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার

মাটি খননের সময় মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের একটি বাড়িতে নির্মাণ কাজ করার জন্য মাটি খননের সময় মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে স্থানটি নিয়ন্ত্রণে নিয়ে ঘিরে রাখে র‌্যাব-৪ এর একটি দল। এরইমধ্যে উদ্ধার করা বস্তুটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বোম ডিসপোজাল ইউনিট।

আজ বুধবার (৬ অক্টোবর) এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়কে একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় একটি মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার করে র‌্যাব। মর্টারশেল সদৃশ বস্তুটি নিরাপদ স্থানে নিয়েছে বোম ডিসপোজাল ইউনিট।

এ বিষয়ে দুপুরে মিরপুর-১ নম্বরের রাইনখোলা বাজারেে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫