
ফাইল ছবি
কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় একটি প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সোহান (১৯) নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ নিয়ে ওই ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জনে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সোহান জামালপুরের মেলান্দহ উপজেলার গোপীন্দি গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
ডা. সামন্ত বলেন, সোহানের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ তিনি মারা যান। কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে দগ্ধ ১২ জন এখনো ইনস্টিটিউটে ভর্তি আছে।
গত ১১ ডিসেম্বর বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেদিনই কারখানার ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার করেন। বাকিরা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত একজনের ভাই।