
ফাইল ছবি
কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় একটি প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সাহেজুল ইসলাম সাজু (১৯) নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সাজু ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়ালো।
ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, সাজুর শরীরের ৭০ ভাগই পুড়ে গিয়েছিল।
সাজু কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার ব্রাক্ষ্মণ ডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি কেরানীগঞ্জের জিনজিরা আরিমারাবাদ এলাকায় থাকতেন।
কেরানীগঞ্জে দগ্ধ আরো ১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে আটজন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউতে। আর সোহাগ (২৫) ও ফিরোজকে (৩৯) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
গত ১১ ডিসেম্বর বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেদিনই কারখানার ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার করেন। বাকিরা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।