Logo
×

Follow Us

নগর

চট্টগ্রামে তিন হাজার ভাসমান মানুষ পেলেন করোনা টিকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:১০

চট্টগ্রামে তিন হাজার ভাসমান মানুষ পেলেন করোনা টিকা

তৃতীয় পর্যায়ে চট্রগ্রাম নগরে টিকা প্রদান কর্মসূচি চলছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শহরে তিন হাজার ভাসমান ও ছিন্নমূল মানুষ পেলেন করোনা টিকার প্রথম ডোজ। বুধবার (২৩ ফেব্রুযারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদেরকে জনসনের করোনা টিকা দেওয়া হয়।

এর মধ্যে খলিফাপট্টিতে ছয়শ’, মেথরপট্টিতে পাঁচশ’, হাজারী লেনে নয়শ’, বহদ্দারহাটে পাঁচশ’ নোমান কলেজ এলাকায় পাঁচশ’ মানুষকে টিকা দেওয়া হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় এই টিকা প্রদান কার্যক্রম পরিচাীরত হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। বুধবার তৃতীয় পর্যায়ে টিকা প্রদান করা হয় বলে জানা গেছে।

ধাপে ধাপে নগরীর এক লাখ ভাসমান ছিন্নমূল মানুষকে জনসন কোভিড-১৯ টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নগরীর সকল ভাসমান মানুষ ধাপে ধাপে টিকার আওতায় আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬, ২০   ৩২নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুমকী সেনগুপ্ত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫