Logo
×

Follow Us

নগর

লালবাগ কেল্লায় আগুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ০১:৪৫

লালবাগ কেল্লায় আগুন

লালবাগ কেল্লা

পুরান ঢাকার লালবাগ কেল্লার ভেতর আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার রাত ১১টার দিকে কেল্লার ভেতরের মসজিদের পেছনের আগুনের লেলিহান শিখা দেখা যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল অপারেটর ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে লালবাগের একটি ইউনিট সেখানে ছুটে যায়। সেখানে গিয়ে জানা যায়, কেল্লার ভেতরের মসজিদের পেছনে পরিত্যক্ত ময়লা থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলেও তিনি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫