Logo
×

Follow Us

নগর

রাজধানীর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২২, ০৯:১৮

রাজধানীর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানায় সূত্রপাত হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানায় সূত্রপাত হওয়া আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার (৩১ মে) সকাল সোয়া ৭টার দিকে ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, সকাল ৬টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আগুনের সংবাদ আসে। পরে ৬টা ১৯ মিনিট থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আশেপাশের এলাকা থেকে একে একে আরো ছয়টি ইউনিট তাদের সাথে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তিনি আরো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫