Logo
×

Follow Us

নগর

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশের আত্মহত্যা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১২:০১

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশের আত্মহত্যা

পুলিশ সদস্য শাহ মো. কুদ্দুস।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজধানীর মিরপুর-১৪ নম্বরে নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে শাহ মো. কুদ্দুস (৩১) নামে এক পুলিশ সদস্য নিজের বুকে গুলিয়ে চালিয়েছেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনি মিরপুর-১৪ নম্বর ব্যারাকে থাকতেন, পদবি ছিলো নায়েক। শাহ মো. কুদ্দুস হবিগঞ্জের মাধবপুর এলাকায় বাসিন্দা।


ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে ওসি বলেন, তার ফেসবুক স্ট্যাস্টাসের কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫