Logo
×

Follow Us

নগর

বান্ধবীর বাসা থেকে যুবকের লাশ উদ্ধার, তরুণী গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২২, ২২:৪১

বান্ধবীর বাসা থেকে যুবকের লাশ উদ্ধার, তরুণী গ্রেপ্তার

মৃত আশিকুল হক চৌধুরী পিন্টু। ছবি- সংগৃহীত

রাজধানীর কদমতলীতে বান্ধবীর বাসা থেকে আশিকুল হক চৌধুরী পিন্টু (৩১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মৃত যুবকের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করার পর বান্ধবী সাফিয়া বেগমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৩ জুন) সকাল ৯টার দিকে কদমতলী মাতুয়াইল মেডিক্যাল গলিতে একটি ভবনের পাঁচতলা থেকে পিন্টুর মরদেহ উদ্ধার করে কদমতলী থানা পুলিশ।

মৃত আশিকুল হক চৌধুরী পিন্টু একটি ইংরেজি দৈনিক পত্রিকায় সার্কুলেশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত সাফিয়া বেগমের বাড়ি ‍মুন্সীগঞ্জে। তিনি ভাইয়ের বাসায় কদমতলী থাকতেন।

এসব তথ্য নিশ্চিত করেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা।

ওসি বলেন, পিন্টুর শরীরে ক্ষতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। পিন্টুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে কদমতলী থানার ওসি বলেন, সাফিয়া বেগম নামের ওই তরুণী তার ভাই-ভাবিসহ ওই বাসায় থাকতেন। ভাই ও ভাবি গ্রামের বাড়িতে গেলে মেয়েটি একাই ছিলেন বাসায়।

শাফিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পিন্টু গতকাল বৃহস্পতিবার (২ জুন) দিনগত রাত আড়াইটার দিকে ওই বাসায় আসেন। কিছুক্ষণ পর থেকে বমি বমি ভাব ও অসুস্থবোধ করেন। রাত ৪টার দিকে পিন্টু চরম অসুস্থ হয়ে পড়েন। এ সময় ওই তরুণী নিজেই বাসার দারোয়ানসহ অন্যদের ডাকেন। শাফিয়ার কান্নাকাটি ও চেঁচামেচিতে লোকজন এসে দেখেন ওই যুবক মারা গেছেন। পরে থানায় এসে আমাদের সংবাদ দেন শাফিয়া।

তিনি জানিয়েছেন, তিন মাসের মতো মোবাইলে তাদের প্রেমের সম্পর্ক। এর আগে বাসায় না এলেও অন্য জায়গায় তাদের দেখা হতো।

এ ঘটনায় মৃত পিন্টুর বড় ভাই আরিফুল হক চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় সাফিয়াকে আসামি করা হয়েছে। মামলায় তিনি অভিযোগ করেন, আশিকুল হক পিন্টুকে খাবারের সঙ্গে বিষাক্ত অথবা নেশা জাতীয় কিছু খাইয়ে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই লালবুর রহমান বলেন, কেবল মামলাটি হয়েছে। ওই তরুণীকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫