
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: ছবি: সাম্প্রতিক দেশকাল
রাজধানীর বনানীতে ভবন থেকে পড়ে মোংলা মেরিন বিভাগের এক উপ-সহকারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। তার নাম নাসির উদ্দিন (৩৩)।
বনানী থানার উপ পরিদর্শক এসআই এম শামছুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে তিনি গতকাল শুক্রবার (২৪ জুন) রাত সাড়ে ১০টায় বনানীর আওয়াল সেন্টারের নবম তলায় একটি স্পা সেন্টারে গিয়েছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় নবম থেকে তিন তলায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে উদ্ধার করে গতকাল শুক্রবার (২৪ জুন) রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক নারীকে ওই ভবন থেকে আটক করা হয়েছে। তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এসআই জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
নিহতের দুলাভাই মাহমুদুল হক জানান, নাসির উদ্দিন মোংলা মেরিন বিভাগে কর্মরত ছিলেন। স্ত্রীকে নিয়ে খুলনা নিউমার্কেট এলাকায় থাকতেন।
গত বৃহস্পতিবার তিনি নিজের বাড়ি যাত্রাবাড়ী মাতুয়াইল দক্ষিণপাড়ায় আসেন। গতকাল দুপুরে বাসা থেকে বের হয় রাতে বাসায় না ফেরায় মোবাইলে যোগাযোগ করা হয়। কিন্তু তার কোনো খবর পাওয়া যায়নি। পরে পুলিশ থেকে খবর পেয়ে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় পাই।