Logo
×

Follow Us

নগর

যাত্রাবাড়িতে ট্রাকচাপায় প্রাণ গেলো হেলপারের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২২, ১৩:৩১

যাত্রাবাড়িতে ট্রাকচাপায় প্রাণ গেলো হেলপারের

মরদেহ ছবি: সংগ্রহ

রাজধানীর যাত্রাবাড়িতে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন সিদ্দিক আলী নামের অন্য একটি গাড়ির হেলপার। শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মাতুয়াইল ডেমরা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, একটি ট্রাক ব্যাক গিয়ারে ঘোরানোর সময় অন্য একটি গাড়ির হেলপার সিদ্দিক আলী তার নিচে চাপা পড়েন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সর্ম্পকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি ঝিনাইদহে। তবে পূর্ণাঙ্গ ঠিকানা এখনো পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫