Logo
×

Follow Us

নগর

রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ১১:৪৩

রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল লাভরোড ওভারব্রিজের নিচে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. ইমরান হোসেন খান (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।

আজ বুধবার (৬ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আজ রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সিএনজিতে থাকা কাগজপত্র থেকে তার পরিচয় জানা যায়।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায়। তিনি মো. মফিজ খানের ছেলে। ঢাকায় তিনি খিলগাঁও এলাকায় বসবাস করতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫