
স্মরণ সভায় বক্তব্য রাখছেন (বাঁ থেকে) নাজমুল হক প্রধান, ইলিয়াস উদ্দিন পলাশ ও মালিহা মালিক মলি । ছবি: সাম্প্রতিক দেশকাল
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক এনামুল হক লাবুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩১ জুলাই) বিকাল ৫টায় রাজধানীর শাহবাগস্থ আজিজ সুপার মার্কেটের শর্ট ফিল্ম ফোরাম অডিটরিয়ামে সুহৃদ স্বজন এ সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন দিলু মজুমদার।
সভায় বক্তব্য রাখেন ৯০র এরশাদবিরোধী আন্দোলনের ছাত্রনেতা ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ, সাবেক ছাত্রনেতা ও বিএনপির কেন্দ্রীয় নেতা জহুরুল ইসলাম বাবু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা বেনজীর আহমেদ ও ফজলুর রহমান, সাবেক ছাত্রনেতা কাজী রাশেদ, বাবুল খান, আইয়ুব আলী ও করিম সিকদার, বঙ্গবন্ধু পরিষদের নেতা লুৎফর রহমান পলাশ, সাবেক সরকারি কর্মকর্তা মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলাম চৌধুরী, কমরেড শাহআলম মানিক, সাংবাদিক জেমী হাফিজ, কবি মাশুক শাহী এবং মরহুমের স্ত্রী মালিহা মালিক মলি ও তার মেয়ে।
সভায় বক্তারা সমাজ পরিবর্তনের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, গত বছর ২৫ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।