
প্রতীকী ছবি
রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আগুনের সংবাদ পেয়ে ৯ মিনিটের মধ্যে প্রথম অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরো ৫টি ইউনিট কাজে যোগ দিয়েছে।
তিনি বলেন, আগুন নেভাতে আমাদের কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।