Logo
×

Follow Us

নগর

রাজধানীতে মাদকদ্রব্যসহ ৩৯ জন গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ১৩:০৭

রাজধানীতে মাদকদ্রব্যসহ ৩৯ জন গ্রেপ্তার

প্রতীকী ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তার হওয়া অপরাধীদের কাছ থেকে ৯১ গ্রাম হেরোইন, ১৩৩ বোতল ফেনসিডিল, ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১৫৭৪০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত শনিবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ সোমবার (৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫