‘মোবাইল ফোন ব্যবহারে অজান্তেই অপরাধে জড়ায় শিশুরা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ২১:২৩

বিএসএমএমইউ’তে ‘শিশু স্বাস্থ্য, বিকাশ ও সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভা। ছবি: সংগৃহীত
শিশুরা মোবাইল ফোন ব্যবহার করলে অজান্তেই অনেক অপরাধে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিশ্ব শিশু দিবস-২০২২ উপলক্ষে ‘শিশু স্বাস্থ্য, বিকাশ ও সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
বিএসএমএমইউ ভিসি বলেন, ১৬ বছরের কম বয়সী শিশুরা মোবাইল ফোন ব্যবহার করলে অজান্তেই অনেক অপরাধে জড়িয়ে পড়ে। এ বয়সী ছেলে মেয়েদের ভাল-মন্দ বুঝার সক্ষমতা থাকে না। তাই তাদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে।
শিশুদের সুরক্ষায় বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তর থেকে এই বিষয়ে প্রচার করতে হবে, ফেসবুকে কোনো অ্যাবইউজ করলে তা যদি ধরা যায়, ধরা পড়লে তার বিচার হবে। এই বিষয়ে সচেতনতা বাড়লে শিশুদের ইন্টারনেট তথা সাইবার অপরাধ অনেকাংশে কমে যাবে।
এটি করতে পারলে হয়তো সোস্যাল মিডিয়া ও সোস্যাল মিডিয়ার অপব্যবহার থেকে রক্ষা পেতে পারি বলেও উল্লেখ করেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. শহীদ মিলন হলে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভাগটির বিগত পাঁচ বছরে শিশুদের নিয়ে বিভিন্ন গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন ও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম । স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল হক।