
ফায়ার সার্ভিসের গাড়ি। ফাইল ছবি
রাজধানীর মিরপুর-১ এ একটি সুতা ও বোতামের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করছে।
আজ রবিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রকিবুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিরপুর-১ এর গোল চত্বরের পাশে কলওয়ালাপাড়ার একটি সুতা ও বোতামের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নেভানোর জন্য কাজ করছে।
তিনি আরো বলেন, আগুন নেভানোর কাজে সংযুক্ত হতে আরো বেশ কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে, প্রয়োজনে তাদেরকে ঘটনাস্থলে আসতে বলা হবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।