Logo
×

Follow Us

নগর

বকশীবাজারে যা নিয়ে মাদ্রাসা শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ১৬:৩২

বকশীবাজারে যা নিয়ে মাদ্রাসা শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ

ঘটনাস্থল থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া অবস্থিত এটি বেশ পুরনো খবর। এ মাদ্রাসার একটি নিজস্ব মাঠ রয়েছে তাও পুরনো কথা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই মাঠটির নতুন নামকরণ করতে চাইছে। এ নিয়েই আজ বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে মাদ্রাসার শিক্ষার্থীরা মাঠের সামনে বিক্ষোভ করেন। পরে দুপুরের দিকে পুলিশের সাথে মাদ্রাসার শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। 

আজ বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আল আমিন নামে এক শিক্ষার্থীকে আটকও করেছে পুলিশ।

সূত্র জানায়, আজ সকালে মাঠটির নতুন নামকরণ উদ্বোধনের জন্য মাঠে যান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সেসময় আগে থেকে মাঠে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ্য করে ইট পাটকেল, চেয়ার ছুড়ে মারতে শুরু করে।  এরপর মেয়র মাঠের উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করেন।

শিক্ষার্থীরা বলছেন, মাঠটি সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ। দক্ষিণ সিটি করপোরেশন মাঠটির নাম সরকারি বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠে নামে উদ্বোধন করতে চাইছে। যা সম্পূর্ণ অযৌক্তিক। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শেষ খবর পাওয়া পর্যন্ত মাঠের ভিতরে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ চলছে। কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে পুলিশ। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫