Logo
×

Follow Us

বাংলাদেশ

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ১৯:৪৮

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলুর বাজার ছোট মসজিদের পাশে দশতলা ভবনের দ্বিতীয় তলায় জুতার ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সন্ধ্যা ৬টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫