Logo
×

Follow Us

নগর

নয়াপল্টনে বাসে আগুন: মাস্টারমাইন্ডসহ তিনজন শনাক্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ২০:৩৫

নয়াপল্টনে বাসে আগুন: মাস্টারমাইন্ডসহ তিনজন শনাক্ত

রাজধানীর নয়াপল্টনে বাসে আগুনের ঘটনায় মাস্টারমাইন্ডসহ তিনজন শনাক্ত হয়েছে বলে দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২০ নভেম্বর) তাদের শনাক্ত করার বিষয়টি জানায় ডিবি মতিঝিল বিভাগের সংশ্লিষ্টরা।

ডিএমপি মতিঝিল বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নয়াপল্টনে আগুনের ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করেছে ডিবি মতিঝিল বিভাগ। তবে তাদের গ্রেফতারের স্বার্থে এখনই নাম-পরিচয় বলা যাচ্ছে না।

ডিবি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রফিকুল ইসলাম বলেন, তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে পল্টন থানাধীন বিএনপি পার্টি অফিসের উত্তর পাশে কর অঞ্চল ১৫ পার্কিং করা সরকারি গাড়িতে আগুনের ঘটনা ঘটে। এরপর দুপুর ১টার দিকে মতিঝিল থানাধীন মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে, ১টা ২৫ মিনিটে রমনা হোটেলের সামনে চলতি গাড়ি ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে দেড়টার দিকে দেওয়ান পরিবহনে, ২টা ১০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন ও বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় ২টা ২৫ মিনিটে দিশারী পরিবহনে আগুন দেয়া হয়। এছাড়া দুপুর ২টা ৪৫ মিনিটে পল্টন থানাধীন পার্কলিং-এ জৈনপুরী পরিবহন, বিকেল ৩টায় মতিঝিল থানাধীন পুবালী পেট্রোল পাম্প সংলগ্ন দোতলা বিআরটিসি বাসে ও ভাটারা থানাধীন কোকাকোলা মোড়ে ভিক্টর ক্লাসিক পরিবহনেও আগুন দেয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫