Logo
×

Follow Us

বাংলাদেশ

মিরপুরে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৯:০০

মিরপুরে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

চবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের কালশী বাস স্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকে একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৩টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কালশী এলাকার বাউনিয়াবাদের সি ব্লকের একটি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পাঠানো হয়েছে। পরে ৩টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তিনি আরো বলেন, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত কীভাবে প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫