Logo
×

Follow Us

বাংলাদেশ

ছাত্রলীগ কর্মী ইমন হত্যায় আটক ৬

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ২৩:৪৬

ছাত্রলীগ কর্মী ইমন হত্যায় আটক ৬

চট্টগ্রাম নগরীতে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারির মধ্যে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৭ মার্চ) রাতভর নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগরের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।

ওসি প্রিটন সরকার বলেন, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ আমরা সংগ্রহ করি। সেখানে মারামারিতে জড়িত কয়েকজনের তথ্য আমরা পাই। প্রত্যক্ষদর্শী কয়েকজনও মারামারিতে জড়িতদের নাম-পরিচয় জানিয়েছে। আমরা অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ছয়জনকে আটক করেছি।

আটক ছয় জন হলো- সোহেল, রুবেল, লিটন, হযরত, কালু ও আহসান কবির।

এর আগে, রবিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগরের বাংলাবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি হয়। এতে ছুরিকাঘাতের শিকার হয়ে একজন মারা যান।

নিহত মো. ইমন (২৭) ওই এলাকার মুক্তিযোদ্ধা কলোনির বাসিন্দা নুর কাশেমের ছেলে। ঘনিষ্ঠদের দাবি, ইমন বায়েজিদ বোস্তামি থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

তবে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর জানিয়েছেন, নিহত ইমন নগর ছাত্রলীগের ঘোষিত কমিটির সদস্য নন। তাদের কমিটির বিপরীতে ঘোষিত পাল্টা কমিটির সদস্য হিসেবে ইমন পরিচয় দিত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫