Logo
×

Follow Us

বাংলাদেশ

নিজের ঘরে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তার ছেলে

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ১৯:২১

নিজের ঘরে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তার ছেলে

চট্টগ্রামের খুলশী থানার পুলিশ কর্মকর্তা মহিম উদ্দিনের ছেলে মুশফিকুল হক মাহিন (২০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (২ এপ্রিল) নগরীর আকবর শাহ এলাকায় নিজ বাসায় গুলিবিদ্ধ হন তিনি।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, মাহিনের বাবা যখন নামাজ পড়তে যান, তখন বাসায় ছিলেন তার মা ও দুই বোন। গুলির শব্দ ‍শুনে তারা মাহিনের রুমের দরজা খোলার চেষ্টা করলে তা ভেতর থেকে বন্ধ পান। তারা দরজা ভেঙ্গে ঘুরে ঢুকে মাহিনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় মাহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে মাহিনের লাশ উদ্ধার এবং বাসা থেকে পিস্তলটি জব্দ করে।

ওসি বলেন, এইচএসসি পাস করে মাহিন মেডিকেলে ভর্তি পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু শুক্রবার অনুষ্ঠিত সেই পরীক্ষায় অংশ না নেয়ায় ছেলেকে বকাঝকা করেছিলেন এসআই মহিম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫