Logo
×

Follow Us

বাংলাদেশ

মোহাম্মদপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৩

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২১, ১০:২৭

মোহাম্মদপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৩

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (২৯ মে) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ তিনজন হলেন- মো. সোহেল (৩৫) তার স্ত্রী লাবণী আক্তার (২৫) ও তাদের ২ বছরের ছেলে মুরসালীন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব‌্যরত এক চিকিৎসক জানান, আগুনে সোহেলের শরীরের ৭৫ শতাংশ, লাবণী আক্তারের ৩০ শতাংশ ও মুরসালীনের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।

তাদের প্রতিবেশী রূপা আক্তার বলেন, মধ‌্যরাতে কান্নার শব্দ শুনে আমরা গিয়ে দেখি তাদের টিনশেড ঘরে আগুন জ্বলছে। আশেপাশের লোকজন গিয়ে সোহেল ও লাবণীকে উদ্ধার করে। তবে আগুন বেশি থাকায় বাচ্চাটাকে আমরা উদ্ধার করতে পারিনি। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে মুরসালীনকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। জানা গেছে- গ্যাস লাইন লিকেজ হওয়ায় রুমের ভেতর জমাট গ্যাস মশার কয়েলের সংস্পর্শে এসে এই আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনজন দগ্ধ সহ গৃহস্থালি মালামালও পুড়ে গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫