Logo
×

Follow Us

বাংলাদেশ

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২১, ১০:৪১

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

ঢাকার বেশকিছু এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফাইল ছবি

ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য রাজধানীর রামপুরা ও বউবাজারসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। আজ বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়।

এতে বলা হয়, পূর্ব রামপুরার বায়তুল মামুর জামে মসজিদ গলি এলাকায় গ্যাস পাইপলাইনে ট্রায়াল শাটডাউন কাজের জন্য আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, রামপুরা হাইস্কুল এলাকা, বউবাজার, আল মামুর জামে মসজিদ এলাকাসহ এর আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসাথে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫