Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে বাবা-মা ও বোনকে হত্যা, বড় মেয়ে আটক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২১, ১৭:৩০

রাজধানীতে বাবা-মা ও বোনকে হত্যা, বড় মেয়ে আটক

হত্যার শিকার একই পরিবারের সদস্যদের লাশ

রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকা থেকে মা-বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুন) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪৫) ও মেয়ে জান্নাতুল (২০)। তাদের বিষ ও নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকারী সন্দেহে এই পরিবারের বড় মেয়ে মেহজাবিনকে (৩০) আটক করেছে পুলিশ।

এছাড়া মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম (৪০) ও মেয়ে মারজান তাবাসসুম তৃপ্তিয়াকে (৬) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, কদমতলীর মুরাদপুর এলাকার একটি বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ হাত পা বাঁধা অবস্থায় পেয়েছি।

শুক্রবার রাতে তাদের হত্যা করা হয়েছে। তাদের তিনজনকে পরিবারের বড় মেয়ে মেহজাবিন হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাকে আটক করা হয়েছে। বিষ ও নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে হত্যা করা হয়েছে। রহস্য উদঘাটনে ঘটনাস্থলে রয়েছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫