ঢাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০

ফাইল ছবি
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল (৩০) নামের এক যুবক হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন সুমন মিয়া (২৭), মো. সুমন (২৮) ও অভিন (২৯)।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে সোহেলকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহেলের বন্ধু আনোয়ার বলেন, সোহেলের ছোট ভাই পাভেলের আজ বিয়ের অনুষ্ঠান ছিল। ডেমরার সানারপাড় এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষ করে আমরা ৫টি মোটরসাইকেলে কয়েকজন বন্ধু এলাকায় ঘুরতে বের হই। কোনাপাড়া এলাকায় পৌঁছানো মাত্র দুটি মোটরসাইকেল একটি আরেকটির সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত সোহেলের বাসা ডেমরার সানারপাড় এলাকার। তিনি ওই এলাকার আজাদ মিয়ার সন্তান। নিহত সোহেলের একটি কন্যা সন্তান রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করেছি, তারা এসে তদন্ত করছে।