Logo
×

Follow Us

নগর

সরু গলিতে টিসিবির ট্রাক, আটকে আছে যান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১৪:১৫

সরু গলিতে টিসিবির ট্রাক, আটকে আছে যান

টিসিবির ট্রাকের কারণে আটকে আছে যানবাহন। ছবি : সাম্প্রতিক দেশকাল

সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রবিবার (৩১ অক্টোবর) রাজধানীর প্রায় প্রতিটি সড়কেই সকাল থেকে লেগে আছে যানজট। অলি-গলিতেও দেখা গেছে রিকশা, গাড়ির দীর্ঘ সারি। 

সড়কে অতিরিক্ত গাড়ির চাপের পাশাপাশি অফিসগামী বা কাজে বের হওয়া মানুষদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।

এরই মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের ট্রাক সরু গলিতে ঢুকে পড়ে। ট্রাকের ঠিকাদারদের লোকজন সরু গলি আটকে রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে। এতে দুই পাশের রাস্তায় যানবাহন আটকা পড়ে। অনেকেই প্রাইভেটকার, মোটরসাইকেল ও রিকশা থেকে সামনে উঁকি দিয়ে দেখছিলেন, যানজট ছাড়ছে কিনা। যানজটের কারণে কয়েক মিনিট পরপর পিঁপড়ের মতো সামনে এগিয়ে যাচ্ছিল এসব যান।

রাজধানীর হাতিরপুল সংলগ্ন সার্কুলার রোডের একটি সরু গলিতে দুপুর দেড়টার দিকে এমনই দৃশ্য দেখা যায়।

এদিকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আজ রবিবার পর্যন্ত চলবে। গত ৬ অক্টোবর থেকে চলা দেশব্যাপী পণ্য বিক্রির এ কার্যক্রম গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শেষ হওয়ার কথা থাকলেও তা পরে তিনদিন বাড়ানো হয়। 

দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলছে বলেও জানায় টিসিবি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫