Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ১৪১

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১১:৪৩

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ১৪১

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল বুধবার (৩ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০৫.৬ গ্রাম ১১৬০ পুরিয়া হেরোইন, ১০ হাজার ৫৫৬ পিস ইয়াবা, তিন কেজি ৫৪৫ গ্রাম ৩৬ পুরিয়া গাঁজা, ১২০ বোতল ফেন্সিডিল, নয়টি ইনজেকশন ও আট লিটার দেশি মদসহ আসামিদের গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০১ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫