রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৪২

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১৩:২৮
-61861627648b5-6187602debc79-6188b36e08371-618a1cc7b5215-618cad7e32699-6190ada440e77-6192042a28c41-6193520ca5f62-6195e438c0704-6197320e151ae-61989ed480989-6199d01585cc7-619c8-61a08c8809af0.png)
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ হাজার ২০১ পিস ইয়াবা, ৩২১.৫ গ্রাম হেরোইন, ৩০৫ গ্রাম গাঁজা ও ছয় বোতল ফেনসিডিলসহ আসামিদের গ্রেফতার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।