Logo
×

Follow Us

নগর

রাজধানীতে আইস ও ইয়াবাসহ গ্রেফতার ২

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ২০:২৯

রাজধানীতে আইস ও ইয়াবাসহ গ্রেফতার ২

র‍্যাবের হেফাজতে গ্রেপ্তার আসামিরা। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী থেকে আইস ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে মো. কায়ছার (৩৫) ও মো. রতন মিয়াকে (৩৭) গ্রেফতার করা হয়।

র‍্যাব-১-এর সহকারী পরিচালক (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে র‍্যাব-১ এর একটি দল বনানী থানাধীন বিটিসিএল কড়াইল কলোনি এলাকার আনসার ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২৩ গ্রাম আইস, ৮৪৫টি ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫