গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৪ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৯:৫৪

প্রতীকী ছবি
রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার (২৩ মার্চ) ভোরে বাড্ডার বেরাইদ পূর্বপাড়ায় একটি তৃতীয় তলার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সাহিদ হাসান (৩৭), সাফিয়ান (৯), সাফা (১০) ও রেখা (৩৫)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ভোরে বাড্ডা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ চারজনকে এখানে নিয়ে আসা হয়। তাদের মধ্যে সাহিদ হাসানের শরীরের ৯৫ শতাংশ, রেখার ৩০ শতাংশ, সাফার ১১ শতাংশ ও সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে সাহিদের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, ভোরে পৌনে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি তৃতীয় তলার ওই বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। পরে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।