-61861627648b5-(1)-6219b7b20c1af-621b086217196-621c5724d1c59-621dccca8f7f7-621f058a527bf-62205c2d7b1c4-6222edd7162a0-62244404697b6-6227132ac8b6b-6228319a24144-6229b15b3da-(6)-624145414e3aa.png)
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গতকাল রবিবার (২৭ মার্চ) সকাল ৬টা থেকে আজ সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই হাজার ৮৮৮ পিস ইয়াবা, ২০ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ২৮ কেজি ৫১৫ গ্রাম গাঁজা, ৩০ লিটার দেশিমদ ও ৩০ বোতল ফেন্সিডিলসহ আসামিদের গ্রেফতার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।