Logo
×

Follow Us

বাংলাদেশ

ধানমন্ডিতে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২২, ১১:৩৬

ধানমন্ডিতে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডিতে সাভার পরিবহনের একটি বাসের ধাক্কায় উজির আহমেদ (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

আজ সোমবার (৯ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরের ছেলে আবদুল মাজেদ বলেন, সকালে আমার ভাগনেকে মাদ্রাসায় দিয়ে আসার জন্য বের হন বাবা। এ সময় সিএনজিতে উঠতে গেলে সাভার পরিবহনের একটি বাস বাবাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার বাবা আর নেই।

নিহত উজির আহমেদ কলাবাগান স্টাফ কোয়ার্টারে থাকতেন। তার বাড়ি বাড়ি কুমিল্লার লাকসামে।

জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫