Logo
×

Follow Us

বাংলাদেশ

ছাদ থেকে পড়ে পলিটেকনিকের ছাত্র নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২২, ২৩:৩৩

ছাদ থেকে পড়ে পলিটেকনিকের ছাত্র নিহত

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলী থানার শনির আখড়ার জাপানি বাজার এলাকার একটি বাসার ছয়তলা ভবন থেকে পড়ে মো. আল-আমিন হোসেন রাজু (২০) নামে তেজগাঁও পলিটেকনিকের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৩ মে) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রাজুর খালাতো ভাই সিফাত বলেন, শনিরআখড়ার স্মৃতিধারা আবাসিক এলাকার দুই নম্বর রোডের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে সে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে  নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,  তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমার তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তবে তাকে কেউ ছাদ থেকে ফেলে দিয়েছে নাকি তিনি নিজেই পড়ে আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু বলতে পারছি না। তার বাড়ি চাঁদপুর জেলায়। সে ওই এলাকার মো. জামাল মিয়ার সন্তান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫