বন্ধুর অসুস্থ বোনকে রক্ত দিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান ২৪ বছর বয়সী তরুণ শাহরিয়ার ওরফে শুভ। সেই হাসপাতাল থেকে আর জীবিত অবস্থায় ফিরে যেতে পারেননি তিনি। লাশ হয়ে বাড়ি ফেরেন তিনি।
গতকাল বুধবার (২২ জুন) রাতে এ ঘটনা ঘটে। শাহরিয়ার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী।
শাহরিয়ারের বন্ধু রাকিব হোসেন বলেন, তার ছোট বোন তানজিলা (১৬) বাতজ্বরে ভুগছেন। গত ২০ দিন ধরে সে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। তাকে রক্ত দিতে সাভার থেকে আসেন শাহরিয়ার। রক্ত দেওয়ার পর গতকাল রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে বসে ছিলেন তিনি। এসময় রাকিব বোনের সাথে দেখা করতে যান। কিছুক্ষণ পর তিনি জানতে পারেন, শাহরিয়ার মাথা ঘুরে দোতলা থেকে নিচে পড়ে গেছেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় গতকাল রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরো বলেন, হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh