Logo
×

Follow Us

বাংলাদেশ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১৩:৫৫

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

একটি দেশীয় একনলা বন্দুকসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি দেশীয় একনলা বন্দুকসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ জুলাই) দুপুরে আটককৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নবগ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হল- উপজেলার নবগ্রামের মনির আহমেদের ছেলে মোয়াজ্জেম হোসেন খোকন (২৬), স্বরকান্তা গ্রামের নূর হোসেনের ছেলে আবু নাসের সজীব (২৪) এবং পালপাড়া গ্রামের শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম শাওন (২১)।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবগ্রাম ডেগা হাজীর বাড়ির সামনে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুকসহ তিন অস্ত্রধারীকে আটক করা হয়। শুক্রবার দুপুরের দিকে আটককৃতদের অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫